Header Ads

Header ADS

রাসবেরি পাই কি





রাসবেরি পাই হচ্ছে একটি সিঙ্গেল বোর্ড ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার।  আমরা আজকে Raspberry pi 3 model B সম্পর্কে আলোচনা করব।
Raspberry pi 3 Bভার্শনে যা যা আছেঃ

১.কোয়াড কোর ৬৪ বিট ১.২ গিগাহার্জ Broadcom BCM2837  সিপিইউ,১ জিবি র‍্যাম।
২.চারটি ইউএসবি টু পোর্ট। এর মানে ,  ইউএসবি কিবোর্ড ও মাউস কানেক্ট করার পরও আরও দুইটি পোর্ট থাকছে পেন ড্রাইভ ইত্যাদি কানেক্ট করার জন্য।
৩.অন বোর্ড ওয়্যারলেস ল্যান এবং ব্লু টুথ।
৪.৪০ টি জিপিআইও পিন।
৫.রাসবেরি পাই ক্যামেরা কানেক্ট করার জন্য সিএসআই ক্যামেরা পোর্ট।
৬.রাসবেরি পাই টাচস্ক্রিন ডিসপ্লে  কানেক্ট করার জন্য ডিএসআই ডিসপ্লে পোর্ট।
৭.অপারেটিং সিস্টেম এবং ডেটা সংরক্ষনের জন্য মাইক্রোএসডি পোর্ট।
৮.এইচডিএমআই মনিটর সংযুক্ত করার জন্য এইচডিএমআই পোর্ট।


একটি এসডি কার্ডে রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেম বুট করে, একটি মনিটর, কি-বোর্ড আর মাউস কানেক্ট করে নিলেই এটি একটি পূর্ণাংগ কম্পিউটারের মত ব্যবহার করা যাবে। আর জিপিআইও কানেকটরগুলো এমবেডেড সিস্টেম ডিজাইনারদের জন্য খুব উপকারী । এই জিপিআইও কানেকটরগুলো ইনপুট-আউটপুট হিসেবে ব্যবহার করে আমরা এমবেডেড সিস্টেমের যেকোনো প্রজেক্ট করতে পারব। যেসব প্রজেক্টে আরডুইনো, পিআইসি বা এভিআর মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয় সেগুলো রাসবেরি পাই দিয়ে করা তো যাবেই, অতিরিক্ত আরও অনেককিছু করা যাবে।  বর্তমানে ইমেজ প্রসেসিং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফেস ডিটেকশন এবং রিকগনিশন, কিউআর কোড স্ক্যানিং ইত্যাদি তৈরী কাজে রাসবেরি পাই অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে । রোবটিক্স, হোম অটোমেশন, আইওটি ইত্যাদি ক্ষেত্রেও রাসবেরি পাই বহুল প্রচলিত।


একটি রাসবেরি পাইকে  কম্পিউটার হিসেবে ব্যবহার করতে বা একে প্রোগ্রাম করে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে নিচের জিনিসগুলো অবশ্যই প্রয়োজন হবে।



১) রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেমসহ একটি ক্লাস টেন ৮ জিবি মাইক্রোএসডি কার্ড। রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেমের নাম রাসবিয়ান। এর লেটেস্ট ভার্শন রাসবেরি পাই ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এসডি কার্ডে ইনস্টল করে নিতে হবে।



২)একটি এইচডিএমআই ক্যাবল। আপনার কম্পিউটারের মনিটর এইচডিএমআই সাপোর্টেড না হলে আপনার একটি এইচডিএমআই টু ভিজিএ কনভার্টারের প্রয়োজন হবে।



৩)পাওয়ার অ্যাডাপটার, ইউএসবি কিবোর্ড এবং মাউস।

নির্মাতা প্রতিষ্ঠান রাসবেরি ফাউন্ডেশন এবার জনপ্রিয় এই সিঙ্গেল বোর্ড কম্পিউটারটির নতুন মডেল ‘Raspberry pi 4’ উন্মোচন করেছে।ডিজাইনের দিক থেকে আগের Raspberry pi 3 model B+ এর মতোই নতুন রাসবেরি পাই 4। তবে ফিচারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যার শুরুটা হয়েছে দ্রুতগতির প্রসেসর দিয়ে। এর প্রসেসর কোরটেক্স-৭২, ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর ৬৪ বিট। এছাড়া রাসবেরির আগের ভার্সনগুলো 512 MB র‌্যাম অথবা 1 GB র‌্যামের হয়ে থাকলেও এই প্রথমবারের মতো আপনি চাইলে আরো বেশি র‌্যামের ভার্সন ব্যবহার করতে পারবেন। Raspberry pi 4 কম্পিউটারের প্রাথমিক মডেলটি 1 GB র‌্যামের পাশাপাশি বিকল্প হিসেবে 2 GB র‌্যাম এমনকি 4 GB র‌্যাম সমৃদ্ধ মডেলও রয়েছে। ব্লুটুথ ৪.২ এর পরিবর্তে  Raspberry pi 4 কম্পিউটারে থাকছে ব্লুটুথ ৫.০।

কত দাম এই রাসবেরি পাই এর?

১ জিবি র‌্যামের মডেলটির মূল্য ৩৫ ডলার বা ২৮০০ টাকা , ২ জিবি র‌্যামের মডেলটির মূল্য ৪৫ ডলার বা ৩৬০০ টাকা এবং ৪ জিবি র‌্যামের মডেলটির মূল্য ৫৫ ডলার বা ৪৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।আপনি কিনেছেন তো ক্রেডিট কার্ড সাইজের কম্পিউটারটি?

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.