মোবাইলের ৫টি টিপস

মোবাইলের ৫টি টিপস
১. মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানমোবাইল চার্জে দিয়ে ব্যবহার করবেননা। এতে, মোবাইলের ব্যাটারিতে খারাপ প্রভাব পরে এবং অনেক তাড়াতাড়ি ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।আপনার android mobile সব সময় ৯২% বা তার থেকে কম চার্জ দিবেন এবং ২০% এর নিচে চার্জ থাকলে ব্যবহার করবেননা।সম্পূর্ণ ১০০% চার্জ হয়ে গেলে, নাহলে, ব্যাটারিতে চাপ পরবে।চার্জার টা মোবাইল থেকে খুলে দিবেন। কমদামি বা সস্তা চার্জার ব্যবহার করবেন না।ঘন ঘন চার্জ দিবেন না। মোবাইলের ব্যাটারির সাথে জড়িত এই টিপস গুলি মেনে চললে, আপনার এন্ড্রয়েড মোবাইলের ব্যাটারী অনেক বছর ভালো ভাবে কাজ করবে।
২. ইন্টারনাল স্টোরেজ ফ্রি করুন
আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ যখন সম্পূর্ণ ভাবে শেষের দিকে এসে পরে, তখন কিছু এপস ইনস্টল (
করতে গেলেই, “Low internal storage” এর একটি মেসেজ চোলে আসে। ফলে, নতুন এপস মোবাইলে ইনস্টল করাটা অসম্ভব হয়ে পরে।এছাড়াও, মোবাইলের ইন্টারনাল স্টোরেজ লো হয়ে গেলে বা অনেক কমে গেলে, মোবাইল স্লো কাজ করে এবং কিছু ক্ষেত্রে হ্যাং হওয়া শুরু করে।
এজন্য , কিছু সাধারণ টিপস ব্যবহার কোরে আপনারা নিজের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ স্পেস বাড়িয়ে নিতে পারবেন।
#সবার আগেই আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় এপস ডিলিট করুন। যেসব, এপস আপনি ব্যবহার করেন কেবল সেগুলি মোবাইল ফোনে রাখুন।
#যদি আপনার মোবাইল অনেক videos বা music, file আছে, তাহলে সেগুলি একটি external memory card এ ট্রান্সফার করুন। মাত্র ৩০০ টাকা এর ভেতরেই আপনারা একটি ১৬ জিবি memory card বাজারে পেয়েযাবেন।
# প্রত্যেকটি apps আপনার মোবাইলের কিছু জায়গা ক্যাশে ডাটা হিসেবে নিয়ে রাখে। তাই, সময়ে সময়ে এই ক্যাশে ডাটা ডিলিট কোরে আপনারা মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আপনারা, settings >> installed apps এ গিয়ে এক এক কোরে apps বেঁচে নিয়ে তারপর cache delete অপশনে গিয়ে মোবাইলে ক্যাশে ডিলিট করতে পারবেন।
৩. Reboot your phone
যেভাবে, আমাদের শরীরে ঘুমের প্রয়োজন এবং ঘুমোলে আমরা ফ্রেশ এবং সক্রিয় মনে করি ঠিক সেভাবেই একটি স্মার্টফোন ও মাঝে মাঝে রিস্টার্ট বা রিবুট করলে, সে fresh এবং আবার সক্রিয় হয়ে উঠে।
আপনি, নিজেই দেখবেন, যখন আপনার মোবাইল বেশি হ্যাং (hang) হবে বা স্লো (slow) কাজ করবে, তখন তাকে একবার restart বা reboot করে দিলেই সে আবার দ্রুত কাজ করা শুরু করে।
তাই, আপনার android smartphone দিনে একবার হলেও reboot বা restart করবেন। এতে, মোবাইলের কর্মক্ষমতা হটাৎ ভালো হয়ে উঠে।
৪.launcher apps
আপনারা launcher apps এর ব্যাপারে জানেন কি না ? বিভিন্য Launcher aaps যেমন Nova launcher বা Go launcher বা আরো অনেক রকমের ফ্রি launcher apps এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল কোরে বিভিন্য themes এর দ্বারা নিজের স্মার্টফোনের LOOKS CUSTOMIZE, icon, home screen customize করে বদলে দিয়ে আরো আকর্ষণীয় বানিয়ে নিতে পারবেন। আপনারা হাজার হাজার সুন্দর এবং আকর্ষণীয় থিমস পেয়েযাবেন।
৫. মোবাইলের স্ক্রিন রেকর্ড করুন
আপনারা যদি YouTube tutorial videos বানান তাহলে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করে স্ক্রিনের ভিডিও বানানোর প্রক্রিয়া আপনাদের অনেক কাজে আসবে।গুগল প্লে স্টোরে গিয়ে, AZ screen recorder বা Mobizen screen recorder app এর মধ্যে যেকোনো একটি নিজের মোবাইলে ডাউনলোড এবং ইনস্টল কোরে, আপনারা android মোবাইলের স্ক্রিন ভিডিও হিসেবে রেকর্ড করতে পারবেন। এতে করে মোবাইল এর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
আশা করি টিপস গুলো আপনাদের কাজে আসবে।

ভাই আমার কাজে আসছে। ধন্যবাদ
ReplyDeletethankyou for comment.
Delete