Header Ads

Header ADS

মোবাইল ওভারহিটিং হচ্ছে



আপনার ফোন কি ওভারহিটিং হচ্ছে। সাধারণত আপনার ফোন ওভারহিটিং হয় সাধারণ একটি  কারণ থেকে । এটি হলো খুব বেশিদিন ধরে একটি ব্লুটুথ স্পিকারের সাথে সংযুক্ত থাকা ।এছাড়াও অন্যান্য আরো কারণ রয়েছে। আপনি হয়তো এর জন্য অনেক সফটওয়্যার আনিস্টল করছেন, মোবাইল রিবুট দিছেন এমনকি গুগলে ও সার্চ করছেন কিন্তু আপনার আশানুরূপ কিছু হয়নি।

 প্রায় প্রত্যেক বার, আপনি আপনার ফোন ওভারহিটিং এর জন্য  পুরানো কয়েকটি কারণ মনে করবেন যেমন: আপনার প্রদর্শনের উজ্জ্বলতা অনেক বেশি । আপনার Wi-Fi অনেক দিন ধরেই চালু রয়েছে । আপনি অতিরিক্ত গেম খেলেছেন। এখানকার দিনে কোনো স্মার্টফোন এসব কারণে ওভারহিট হওয়া উচিত নয় । অন্য কারণের দিকে তাকানো যাক ।

 আপনার ফোন সত্যিই কি গরম হচ্ছে ? স্বাভাবিক ব্যবহারের অধীনে আপনার ফোন গরম হওয়া উচিত নয় । যদি হয়, আপনার একটা সমস্যা আছে । তবে গরম হিসেবে উষ্ণ ব্যাখ্যা করবেন না । ১৫ মিনিট  চালানোর পর একটু উষ্ণ লাগছে স্বাভাবিক । কিন্তু আপনার ফোন যদি একটি ওভারহিটিং অ্যালার্ট প্রদর্শন করে, অথবা আপনি ডিভাইসটি স্পর্শ করে দেখেন আশ্চর্যজনক গরম হয়, তাহলে আপনার কারণ খুঁজা উচিত ।

 ১.ছবি তোলার সফটওয়্যার ইন্সটলড? সুন্দর ছবি তোলার জন্য আপনি হয়ত প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার ইন্সটল করেছেন। এসব সফটওয়্যার কিন্তু আপনার ফোনকে এক্সেস করে তাই আপনার ফোন ওভারহিট হতে পারে। 

২.আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কি ম্যালওয়্যার আক্রান্ত হয়েছে? আপনি যদি কখনো অজানা ওয়েব সাইট থেকে সফটওয়্যার ইন্সটল করেন তাহলে আপনার ফোনে ম্যাল্ওয়ার সংক্রমণ হতে পারে। ম্যাল্ওয়ার এর কারণেও কিন্তু ফোন ওভারহিট হতে পারে। এজন্য এন্ট্রি ভাইরাস ব্যবহার করা ভালো।

 ৩.আপনার ব্যাটারি এবং চার্জার তার ঠিক আছে তো? আপনি যদি পুরোনো চার্জার এর মাধ্যমে আপনার ফোন চার্জ দেন তাহলে 100%-এ চার্জ করা উচিত নয়; ব্যাটারি সুস্থ রাখতে নিয়মিত 80-90% চার্জ করুন তাহলে স্মার্টফোন ওভারহিটিং হবে না । ফোন চার্জ করার সময়  যথেষ্ট গরম হওয়া উচিত নয় । যদি এমনটা হয়, তাহলে কারণ হতে পারে ক্ষতিগ্রস্ত ব্যাটারি, দুর্বল মানের চার্জিং ক্যাবল বা পোর্টের সমস্যা । প্রথমে ক্যাবল পাল্টানোর চেষ্টা করুন । এর দ্বারা কাজ না করলে ব্যাটারি প্রতিস্থাপনের কথা ভাবার সময়। ওভারহিটিং হলে একটি অপসারণযোগ্য ব্যাটারি প্রতিস্থাপন করুন।

  ৪.চার্জ এ দিয়ে ফোন ব্যবহার না করা। আপনি যদি চার্জার এ লাগিয়ে ফোন ব্যবহার করে থাকেন তাহলে মস্ত বড় ভুল করছেন। এর ফলে ফোনতো গরম হবেই উল্টো ব্যাটারীর লাইফ কমে যাবে।

 ৫.Wi-Fi কি আপনার ফোন ওভারহিট করে? না, কিন্তু আপনার স্মার্টফোনটি Wi-Fi-এর অত্যধিক ব্যবহারের কারণে অতিমাত্রায় গরম হতে পারে । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপস এবং CPU, Wi-Fi বা মোবাইল ইন্টারনেটের মতো নির্ভরশীল । এই ভাবে অ্যাপস চলতে থাকলে আপনার ডিভাইসটি গরম হতে পারে ।তাতে কোনো সমস্যা নেই। যত সম্ভব চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড এ এপস না চালাতে।

 #ফোনের কেস সরানো।
 #সরাসরি সূর্যালোক থেকে এটি সরান।
 #প্রদর্শন উজ্জ্বলতা কমান। #ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন ।
#অপ্রয়োজনীয় ফাইল অপসারণ করতে আপনার ফোন পরিষ্কার করুনপ্রয়োজনহলে Wi-Fi, ব্লুটুথ এবং জিপিএস ব্যবহার কমান। ফোন ওভারহিটিং হলে চিন্তা করবেন না কারণ আপনার ফোন ওভারহিট প্রটেকশন সহ ডিজাইন করা হয়েছে।

ল্যাপটপ কেনার ১০টি টিপস

মোবাইলের ৫টি টিপস

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.